পর্ব – ৯: সিরিয়াল মনিটর কি? আরডুইনোতে সিরিয়াল ব্যবহার করার পদ্ধতি

আরডুইনো টিউটোরিয়ালের ধারাবাহিক আর্টিকেল সিরিজের ৯ম পর্বে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পোস্টের শিরোনাম দেখেই বুজতে পেরেছেন আজকের আলোচনার বিষয়। আজ আমরা সিরিয়াল মনিটর নিয়ে কথ বলবো।

আসুন প্রথমে জেনে নেই সিরিয়াল মনিটর কি? সিরিয়াল মনিটর হলো Arduino IDE সফটওয়্যারটির একটি বিশেষ ফিচার। এর মাধ্যমে আমরা সিরিয়াল কমিউনিকেশন ব্যবহার করে আরডুইনোর সাথে ডাটা কমিউনিকেশন করতে পারবো। মজার ব্যাপার হলো এই কাজ করতে আমাদের বাড়তি কোন কিছুই লাগবে না। আমরা যে ইউএসবি ক্যাবল ব্যবহার করে আরডুইনোতে কোড আপলোড করি সেই ক্যাবলটি ব্যবহার করেই সিরিয়াল মনিটর ব্যবহার করবো।

সিরিয়াল মনিটর ব্যবহারের মাধ্যমে আমরা আরডুইনো থেকে প্রয়োজনীয় ডাটা কম্পিউটারে দেখতে পারবো। এছাড়াও আমরা চাইলে যে কোন মূহুর্তে কম্পিউটার থেকে আরডুইনোতে বিভিন্ন কমান্ড পাঠাতে পারবো। উদাহরণ হিসেবে বলা যায় আমরা যদি আমাদের আরডুইনোর সাথে কোন এলইডি ব্যবহার করি এবং আমরা চাই যে কম্পিউটার থেকে যত সেকেন্ডের কমান্ড লিখে পাঠাবো আরডুইনো এলএইডিটিকে ঠিক তত সেকেন্ড অন করে রেখে এরপর অফ করে দিবে। এছাড়াও ধরুন আমরা আরডুইনো ব্যবহার করে পরিবেশের তাপমাত্রা সংগ্রহ করছি একটি সেন্সর ব্যবহার করে। এখন আমরা যদি এটাকে কম্পিউটারে গ্রাফিক্যালি প্রদর্শন করতে চাই যেমন একটা রিয়েল টাইম গ্রাফ যেখানে তাপমাত্রার পরিবর্তন গ্রাফে দেখাবে, এ কাজ গুলোও আমরা সিরিয়াল মনিটরের সুবিধা নিয়ে করতে পারবো।

আজকের এই টিউটোরিয়ালে সিরিয়াল মনিটরের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কেই কথা বলা হয়েছে এবং কিভাবে আরডুইনোতে সিরিয়াল মনিটর ব্যবহার করতে হয় তা দেখানো হয়েছে। চলুন আমরা ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিই।

তো বন্ধুরা আশা করছি আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিন, এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনি যদি এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেয়ার অনুরোধ থাকলো।

এছাড়াও আপনারা চাইলে আমাদের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন।

আমদের ফেসবুক পেজ: www.facebook.com/nabatechworld

আমদের ইউটিউব চ্যানেল: www.youtube.com/nabatech

ইনশাআল্লাহ আমরা নতুন পর্বে নতুন কোন বিষয় নিয়ে জানবো। সে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

Facebook Comments

Share This Post

Post Comment