আরডুইনো টিউটোরিয়াল পর্ব – ৪: আরডুইনো দিয়ে এলইডি ব্লিংকিং প্রজেক্ট তৈরী

আসসালামু আলাইকুম। বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন। নাবা টেক ওয়ার্ল্ডের আরডুইনো বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়াল ‘ঘরে বসে আরডুইনো শিখুন, মজার মজার প্রজেক্ট তৈরী করুন’ এর ৪র্থ পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা আমাদের প্রথম আরডুইনো প্রজেক্ট তৈরী করবো। আজ আমরা শিখবো আরডুইনো ব্যবহার করে এলইডি ব্লিংকিং প্রজেক্ট তৈরী করার পদ্ধতি।

এলইডি ব্লিংকিং প্রজেক্ট বলতে একটি এলইডিকে অন অফ করানো বোজায়। যদিও শুনে মনে হচ্ছে এটা খুবই বেসিক একটা প্রজেক্ট। তবে আরডুইনোতে যাত্রা শুরু করার জন্য এটাই একদম সঠিক ধাপ। এই টিউটোরিয়ালের শুরুতেই বলেছিলাম যে শুধুমাত্র আরডুইনো দিয়ে প্রজেক্ট তৈরী করাই আমাদের উদ্দেশ্য নয়। আমরা প্রজেক্ট তৈরীর পাশাপাশি আরডুইনো প্রোগ্রামিং সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো। বিশেষ করে আরডুইনোর জন্য প্রোগ্রাম লিখতে অনেকে ভয় পায়। সে ভয়টা কাটিয়ে উঠে আমরা যেন নিজেরাই নিজেদের প্রজেক্টের জন্য প্রোগ্রাম তৈরী করতে পারি সেভাবেই আমরা শিখবো।

আজকের এই প্রজেক্টটি তৈরী করতে গেলে আমাদের শুধু একটি আরডুইনো বোর্ড এবং একটি এলইডি লাগবে। অবশ্য আমি এই প্রজেক্টটি সরাসরি হার্ডওয়্যারে করে দেখাইনি। তার পরিবর্তে আমি প্রোটিয়াস সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করে ভার্চুয়ালি করে দেখিয়েছি। তবে প্রোগ্রাম কিভাবে লিখতে হবে তার সম্পূর্ণ প্রক্রিয়াই খুব সহজে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনারা সবাই আরডুইনোতে প্রথম প্রজেক্ট হিসেবে এলইডি ব্লিংকিং প্রজেক্ট তৈরী করতে পারবেন। আজকের এই পর্বটি দেখে আপনি যে শুধু একটি এলইডি অন অফ করা শিখছেন ব্যাপারটি কিন্তু মোটেও তা নয়। কারণ এই প্রজেক্টটির জন্য প্রোগ্রাম তৈরী করতে গিয়েই আপনি শিখবেন কিভাবে আরডুইনোতে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়ে, কিভাবে কোন পিনকে ইনপুট/ আউটপুট হিসেবে সেট করতে হয়, কিভাবে একটি পিনের মধ্যে ডিজিটাল ৫ ভোল্টেজ আউটপুট দিতে হয়। কিভাবে কোন একটা কমান্ডকে ডিলে ফাংশন ব্যবহার করে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রান করাতে হয় ইত্যাদি। এ বিষয়গুলো যে শুধু আজকের পর্বেই কাজে লাগবে তা কিন্তু নয়। এগুলো সবসময় আমাদেরকে ব্যবহার করতে হবে যে কোন প্রোগ্রামের জন্যই। বন্ধুরা চলুন আমরা এখন সরাসরি ভিডিও টিউটোরিয়ালটি দেখে ফেলি।

আরডুইনো টিউটোরিয়ালের আরো কয়েকটি পর্ব পর্যন্ত আমরা বেশকিছু ফান্ডামেন্টাল বিষয় শিখবো। এ বিষয়গুলো শেখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আরডুইনোর জন্য প্রোগ্রাম লিখতে গেলে প্রোগ্রামের কোন একটা বিষয়ও যদি আমরা না বুজি তাহলে আমরা সঠিকভাবে কোন প্রজেক্ট তৈরী করতে পারবো না।  আমি আশা করবো আপনারা টিউটোরিয়ালে প্রতিটি পর্বই ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখবেন।

আজকের এই পর্ব সম্পর্কিত আপনাদের যদি কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেয়ার অনুরোধ জানাচ্ছি।  সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Facebook Comments

Share This Post

One Response to "আরডুইনো টিউটোরিয়াল পর্ব – ৪: আরডুইনো দিয়ে এলইডি ব্লিংকিং প্রজেক্ট তৈরী"

Post Comment