পর্ব – ১২: আরডুইনোতে এলসিডি ডিসপ্লে ব্যবহার করার পদ্ধতি

বন্ধুরা আমাদের আরডুইনো বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল “ঘরে বসে আরডুইনো শিখুন, মজার মজার প্রজেক্ট তৈরী করুন” এর ১২তম পর্বে আপনাদের কে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা শিখবো আরডুইনোতে কিভাবে LCD ডিসপ্লে ব্যবহার করতে হয় সে সম্পর্কে।

আরডুইনো বিষয়ক ধারাবহিক টিউটোরিয়ালের সবগুলো পর্ব একসাথে পড়তে এই লিংকে ক্লিক করুন। সবগুলো ভিডিও টিউটোরিয়াল একসাথে পেতে ইউটিউবের এই প্লে লিস্টটি দেখুন।

ধরুন, আরডুইনো দিয়ে আপনি একটি তাপমাত্রা পরিমাপ করার ডিজিটাল থার্মোমিটার বানাতে চাচ্ছেন। তার মানে আপনার মাথায় সাথে সাথেই একটা চিন্তা চলে আসবে আমি তাপমাত্রাটা দেখাবো কিভাবে? আরডুইনোতে বিভিন্ন ধরনের প্রজেক্ট বানাতে গেলেই আমাদের বিভিন্ন ডাটা প্রদর্শন করার প্রয়োজন হয়। এর জন্য প্রয়োজন হয় একটা ডিসপ্লের। আরডুইনোতে ব্যবহার উপযোগী বিভিন্ন ধরনের ডিসপ্লে পাওয়া যায়। যেমন: এলসিডি ডিসপ্লে, সেভেন সিগমেন্টে ডিসপ্লে, ওলেড ডিসপ্লে, ডট ম্যাট্রিক্স ডিসপ্লে, কালার ডিসপ্লে ইত্যাদি। তবে এর মধ্যে দামে এবং ব্যবহার উপযোগীর তালিকা করলে প্রথমেই যে ডিসপ্লের নাম আসবে সেটি হচ্ছে এলসিডি ডিসপ্লে। যদিও সেভেন সিগমেন্ট ডিসপ্লের দাম সবচেয়ে কম কিন্তু এর সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো এই ডিসপ্লেতে শুধু নাম্বার দেখানো যায়। তাই আমরা শুরুটা এলসিডি ডিসপ্লে দিয়েই করবো। পরবর্তীতে অন্য ডিসপ্লে গুলো কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কেও জানার চেষ্টা করবো।

বিভিন্ন ধরনের ডিসপ্লে কিনতে ভিজিট করুন: Naba Tech Shop

LCD ডিসপ্লের পূর্ণরুপ হলো Liquid Crystal Display. এই ডিসপ্লে গুলো হলো আলফানিউমেরিক ডিসপ্লে। অর্থ্যাৎ এগুলোতে আমরা ইংরেজী বর্ণমালার সব অক্ষর, বিশেষ চিহ্ন, নাম্বার এগুলো সবকিছুই দেখাতে পারবো। এলসিডি ডিসপ্লে গুলোর সাইজ অনুযায়ী এগুলো কয়েকরকম হয়ে থাকে। তবে সবচেয়ে পরিচিত হলো 16X2 এবং 20X4 এলসিডি ডিসপ্লে। এদের নাম থেকেই আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়। 16×2 ডিসপ্লে তো মোট ২ টি লাইন রয়েছে যার প্রতিটিতে মোট ১৬টি করে ক্যারেক্টার প্রদর্শন করা সম্ভব। একই ভাবে 20X4 ডিসপ্লেতে মোট ৪টি লাইন রয়েছে যার প্রতিটিতে ২০টি করে ক্যারেক্টার প্রদর্শন করা সম্ভব।

এলসিডি ডিসপ্লেগুলোতে মোট ১৬টি পিন থাকে। অনেকে এতগুলো পিন একসাথে দেখে ভয় পেয়ে যায়। বাস্তবে বিষয়টা জটিল নয়। প্রথমতো D0 থেকে D3 এই ৪টা পিন আমরা নরমালি একদম ব্যবহারই করবো না। আমাদের আরডুইনোতে মোট ৬টি পিন কানেক্ট করতে হবে। বাকি পিনগুলোতে আমরা শুধু ৫ভোল্ট এবং গ্রাউন্ড কানেকশন দিবো। তবে এলসিডি গুলো ব্যবহার করতে হলে এর সাথে একটা বাড়তি জিনিস প্রয়োজন হয় তা হচ্ছে একটি পটেনশিওমিটার বা ভেরিয়েবল রেজিস্টর। এলসিডি ডিসপ্লের ৩ নাম্বার পিনে এই পটেনশিওমিটারকে কানেক্ট করতে হবে। এর মাধ্যমে আমরা ডিসপ্লের কন্ট্রাস্ট কমাতে বাড়াতে পারবো।

এবার চলুন আমরা সরাসরি ভিডিও টিউটোরিয়ালে চলে যাই। আরডুইনোর সাথে ডিসপ্লেকে কিভাবে কানেক্ট করতে হয় পাশাপাশি ডিসপ্লেতে কোন লেখা প্রদর্শন করার জন্য কিভাবে প্রোগ্রাম লিখতে হয় তা আমরা বিস্তারিত ভিডিওতে দেখবো।

বন্ধুরা আশা করছি সবাই ভিডিও টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখেছেন এবং আরডুইনোর সাথে কিভাবে ডিসপ্লে ব্যবহার করতে হয় তা জেনে গেছেন। এরপরেও যদি কারো এ বিষয়ে কোন প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে।

আমাদের ভিডিও গুলো আপনাদের ভালো লাগলে ভিডিও গুলো শেয়ার করুন। যারা এখনো Naba Tech World চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও ইলেক্ট্রনিক্স এবং রোবটিক্স রিলেটেড যে কোন কম্পোনেন্ট ঘরে বসে অনলাইন থেকে সংগ্রহ করতে ভিজিট করুন Naba Tech Shop

আজ এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ নতুন পর্বে অন্য বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

Facebook Comments

Share This Post

Post Comment