৯২তম প্রাইজ বন্ড ড্র এর ফলাফল 92th Prize Bond Draw Result 2018 Bangladesh Bank

আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছে। আজকের এই পোস্টে আমরা বাংলাদেশ ব্যাংকের ৯২তম প্রাইজ বন্ড ড্র এর ফলাফল ২০১৮ 92th Prize Bond Draw Result 2018 Bangladesh Bank সম্পর্কে বিস্তারিত জানব। তার আগে চলুন প্রাইজ বন্ড সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নেই।

Bangladesh Bank Prize Bond Draw Result

প্রাইজ বন্ড হলো মূলত সরকারের প্রতি জনগণের পক্ষ থেকে একধরনের সুদমুক্ত বিনিয়োগ ব্যবস্থা। ১৯৭৪ সালের ১ জুন বাংলাদেশ সরকার prize bond lotter draw bangladesh bankকর্তৃক এই ঋণপত্র প্রবতর্তিত হয়। একটি প্রাইজ বন্ড কেনার মাধ্যমে একজন নাগরিক যে অর্থ ব্যয় করেন তা মূলত সরকারের প্রতি একধরনের বিনিয়োগ। যদিও প্রাইজ বন্ড সুদমুক্ত তবে পূর্ব নির্ধারিত সময়ের ব্যবধানে অনুষ্ঠিত ড্র অনুযায়ী সকল নম্বরের বন্ডের অনুকূলে আর্থিক পুরস্কার দেওয়া হয়। সাধারণত প্রতি বছর ৪ বার করে প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়। প্রতি তিন মাস অন্তর (৩১ জানুয়ারী, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর) প্রাইজ বন্ডের ড্র আয়োজন করা হয়। তবে এ তারিখগুলোতে যদি কোন সরকারী ছুটি থাকে তবে এর পরবর্তী কার্যদিবসেই ড্র অনুষ্ঠিত হয়। এখানে একটি কথা জেনে নেয়া প্রয়োজন। অনেকেই প্রাইজ বন্ডের ড্র এর পদ্ধতিটা ঠিকভাবে বুজে না। একক সাধারণ পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের প্রাইজ বন্ড ড্র অনুষ্ঠিত হয়। একক সাধারণ পদ্ধতি মানে হলো প্রতিটি সিরিজের জন্য একই নম্বর। জেনে রাখা ভালো যে বাংলাদেশ ব্যাংকের বর্তমানে প্রচলন যোগ্য ১০০ টাকা মূল্যমানের ৫১টি সিরিজ রয়েছে। এগুলো হলো: কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ এবং খস। প্রত্যেক সিরিজেই ০০০০০০১ থেকে ১০০০০০০ পর্যন্ত নম্বর রয়েছে। অর্থ্যাৎ একই নম্বর বিশিষ্ট প্রাইজ বন্ড ৫১টি সিরিজে মোট ৫১টি রয়েছে। এই কারণে ড্র অনুষ্ঠানে এককভাবে ড্র অনুষ্ঠিত হয়। অর্থ্যাৎ ড্র অনুষ্ঠানে শুধ প্রাইজ বন্ডের নম্বর ড্র করা হয়। যে নম্বর ড্র তে উঠবে সেই নম্বর বিশিষ্ট প্রাইজ বন্ড ৫১টি সিরিজে ৫১টি রয়েছে এবং ৫১জন সবাই সেই পুরস্কার পাবে। এবার চলুন প্রাইজ বন্ডের পুরস্কার সমূহ কি কি তা জেনে নেই:

  • প্রথম পুরস্কার: ৬,০০,০০০ টাকা মানের পুরস্কার প্রতি সিরিজ থেকে ১টি করে মোট ৫১x১ = ৫১ টি।
  • দ্বিতীয় পুরস্কার: ৩,২৫,০০০ টাকা মানের পুরস্কার প্রতি সিরিজ থেকে ১টি করে মোট ৫১x১ = ৫১ টি।
  • তৃতীয় পুরস্কার: ১,০০,০০০ টাকা মানের পুরস্কার প্রতি সিরিজ থেকে ২টি করে মোট ৫১x২ =  ১০২ টি।
  • চতুর্থ পুরস্কার: ৫০,০০০ টাকা মানের পুরস্কার প্রতি সিরিজ থেকে ২টি করে মোট ৫১x২ =  ১০২ টি।
  • পঞ্চম পুরস্কার: ১০,০০০ টাকা মানের পুরস্কার প্রতি সিরিজ থেকে ৪০টি করে মোট ৫১x৪০ =  ২০৪০ টি।

অর্থ্যাৎ প্রতিটি সিরিজের জন্য মোট ৪৬টি পুরস্কার করে ৫১টি সিরিজের জন্য মোট ২৩৪৬টি পুরস্কার রয়েছে।

92th Prize Bond Result pdf Download

প্রতি বছর ৪ বার প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত থাকেন। ড্র এর ফলাফল পরদিন জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত হয়। তবে বর্তমানে সবকিছু ডিজিটাল হওয়ার কারণে অনলাইন থেকেই খুব সহজে প্রাইজ বন্ড ড্র এর ফলাফল সংগ্রহ করা যায়। বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজেই প্রাইজ বন্ড ড্র এর ফলাফল পিডিএফ ফরম্যাটে সংগ্রহ করা যাবে। আমাদের এই পোস্ট থেকেও আপনি খুব সহজেই ৯২তম প্রাইজ বন্ড ড্র ২০১৮ এর ফলাফল ডাউনলোড করতে পারবেন। এর জন্য নিচে দেয়া ডাউনলোড লিংকে ক্লিক করতে হবে। এছাড়াও আপনি চাইলে খুব সহজেই আপনার প্রাইজ বন্ডের নম্বরটি দিয়ে সার্চ করে দেখতে পারেন যে আপনার প্রাইজ বন্ডটি নির্বাচিত হয়েছে কিনা। এর জন্য নিচের ফরমটিতে Enter Number বক্সে আপনার প্রাইজ বন্ডের নম্বর টি দিন এবং Go বাটনে ক্লিক করুন।

 ৯২তম প্রাইজ বন্ড ড্র এর ফলাফল পিডিএফ ডাউনলোড করতে নিচের দেয়া লিংকে ক্লিক করুন।

92th prize bond draw result 2018 bangladesh bank

বিগত সময়ের প্রাইজ বন্ড ড্র এর ফলাফল Download Previous prize bond results

আপনাদের সুবিধার জন্য বিগত সময়ের প্রাইজ বন্ড ড্র এর ফলাফল এর পিডিএফ ফাইলগুলোর ডাউনলোড লিংক আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাজে লাগবে।

91th Prize Bond Result pdf Download

90th Prize Bond Result pdf Download

89th Prize Bond Result Download

88th Prize Bond Result Download

87th Prize Bond Result Download
86th Prize Bond Result Download
85th Prize Bond Result Download
84th Prize Bond Draw Result Download
83th Prize Bond Draw Result Download
82th Prize Bond Draw Result 2016
81th Prize Bond Draw Result 2015 Download

প্রাইজ বন্ড সংগ্রহ করার পদ্ধতি

বাংলাদেশ ব্যাংকের সকল শাখা অফিস, বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলির অনুমোদিত শাখাসমূহ, জাতীয় সঞ্চয় ব্যুরো এবং দেশের যে কোন ডাকঘর থেকে প্রাইজ বন্ড সংগ্রহ করা যায়।

প্রাইজ বন্ড সম্পর্কিত আপনাদের আরো কোন প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনার বাসায়ও যদি কোন প্রাইজ বন্ড অবহেলায় পড়ে তাকে তবে আজই খোঁজ নিন। হতে পারে একটি প্রাইজ বন্ডই আপনার ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দিবে।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Facebook Comments

Share This Post

Post Comment